আমি হিজাবে স্বস্তি বোধ করি : লিন্ডসে লোহান

মিন গার্লস খ্যাত মার্কিন অভিনেত্রী লিন্ডসে লোহান সম্প্রতি যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন বলে জানিয়েছেন। ব্রিটিশ টেলিভিশন শো গুড মর্নিং ব্রিটেনকে এমনটাই জানিয়েছেন লোহান। তিনি জানান, তুরস্ক থেকে নিউ ইয়র্কে ফেরার পথে একটি ফাইটে হিথ্রো বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা তার হিজাব খুলে ফেলার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, আমিস্কার্ফ পরিহিত অবস্থায় ছিলাম এবং বিমানবন্দরে আমাকে থামানো হয়। আমার জীবনে প্রথমবারের মতো আমি বর্ণবাদী আচরণ শিকার হই।

তিনি আরো বলেন, আমি আমার পাসপোর্ট দেখালে তারা আমার কাছে মা চায়। কিন্তু তারপরে আমাকে বলেন, দয়া করে আপনার মাথার স্কার্ফ খুলে ফেলতে হবে। লোহান জানান, এ ধরনের হস্তক্ষেপ তিনি ভয় পেয়ে যান। তিনি প্রশ্ন রেখে বলেন, অন্য মহিলারা যারা তাদের হিজাব খুলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না; তাদের ক্ষেত্র কি বিব্রত অবস্থা হবে? তিনি ইসলাম গ্রহণ করেছেন না এখনো বিশ্বাস নিয়ে অধ্যয়নরত আছেন সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে লোহান জানান, আমি দ্বিধান্বিত কিন্তু আমার সফর করা নির্দিষ্ট কিছু দেশের সম্মান বাইরে অন্য নারীদের মতো আমিও হিজাবে স্বস্তিবোধ করি। এটা আমার জন্য কেবলই একটি ব্যক্তিগত সম্মানের ব্যাপার।



মন্তব্য চালু নেই