বইমেলায় আমিনুল ইসলাম মামুনের নতুন আরও একটি বই প্রকাশ
নতুন আরও একটি বই নিয়ে একুশে বইমেলায় নিজের অবস্থান জানান দিলেন ছড়াকার আমিনুল ইসলাম মামুন। এবারের বইমেলায় আসা এটি তার তৃতীয় ছড়াগ্রন্থ। গ্রন্থের নাম ‘ঝুমঝুম রেলগাড়ি’। বইটি প্রকাশ করেছে তৃপ্তি প্রকাশ কুঠি।
এর আগে মেলার প্রথম সপ্তাহে এসেছিল তার ‘ঘুড়ির মাঠে আয় রে সবে’ (রাতুল গ্রন্থপ্রকাশ) ও দ্বিতীয় সপ্তাহে এসেছিল ‘ছড়ায় ছড়ায় বর্ণমালা’ (তুষারধারা) বই দুটি। সময়চিহ্ন থেকে ১০০টি ছড়া নিয়ে শীঘ্রই আসছে আরেকটি ছড়াগ্রন্থ।
‘ঝুমঝুম রেলগাড়ি’ গ্রন্থটিতে মোট ২৮টি ছড়া রয়েছে। প্রতিটি ছড়ার সাথে রয়েছে চমৎকার অলংকরণ। বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন বিশ্বনাথ ধর বিষু। বোর্ড বাইন্ডিং করা চমৎকার এ গ্রন্থটির মূল্য রাখা হয়েছে ১৮০ টাকা। বইটি মেলায় তৃপ্তি প্রকাশ কুঠির স্টলে [স্টল নং- ৪৬৫-৪৬৬] পাওয়া যাচ্ছে।
প্রকাশনা তথ্য:
গ্রন্থ : ঝুমঝুম রেলগাড়ি
লেখক : আমিনুল ইসলাম মামুন
প্রকাশনা প্রতিষ্ঠান : তৃপ্তি প্রকাশ কুঠি
বইয়ের ধরণ : ছড়াগ্রন্থ
গ্রন্থে অন্তর্ভূক্ত ছড়া : ২৮টি
প্রচ্ছদ ও অলংকরণ : বিশ্বনাথ ধর বিষু
বাঁধাই : বোর্ড বাইন্ডিং
ফর্মা সংখ্যা : ৪ ফর্মা
মূল্য : ১৮০ টাকা মাত্র
প্রকাশনার ঠিকানা: তৃপ্তি প্রকাশ কুঠি, ৩৮ বাংলাবাজার, ঢাকা-১১০০।
লেখকের প্রকাশিত অন্যান্য গ্রন্থ : ১১টি –
১. দুষ্টু ছেলের দল (ছড়া-২০০৪)
২. কানামাছি (ছড়া-২০০৭)
৩. মন ছূঁয়েছে মন (উপন্যাস-২০০৯)
৪. শিকল ভাঙার ছড়া (ছড়া-২০১০)
৫. এক জীবনের গল্প (উপন্যাস-২০১২)
৬. তারা জ্বলে কথা বলে (ছড়া-২০১৪)
৭. পরীর নাম লজ্জাবতী (শিশুতোষ গল্প-২০১৫)
৮. ভূত দেখেছি কয়েকবার (শিশুতোষ গল্প-২০১৫)
৯. ঘুড়ির মাঠে আয় রে সবে (ছড়া-২০১৬)
১০. ছড়ায় ছড়ায় বর্ণমালা (ছড়া-২০১৬)
১১. ঝুমঝুম রেলগাড়ি (ছড়া-২০১৬)
মন্তব্য চালু নেই