আবুল বারকাতের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্য করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাতের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে।
সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ মামলা দায়েরের এ আবেদন দাখিল করেন।
আবেদনে আবুল বারকাতের বিরুদ্ধে আদালত অবমাননার জন্য কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই মর্মে রুল জারির আরজি জানানো হয়েছে। একই সঙ্গে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে আবুল বারকাতকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ চাওয়া হয়েছে।
ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধানের ১০৮ অনুচ্ছেদ অনুযায়ী ও আদালত অবমাননা আইনের ৩ ধারা মোতাবেক এই আবেদন দায়ের করা হয়েছে।
তিনি জানান, আইনের এই ধারা অনুযায়ী আদালতে অভিযোগ প্রমাণিত হলে ছয় মাসের সাজা ও জরিমানা হতে পারে।
এর আগে গত ৬ এপ্রিল বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্য করায় অর্থনীতিবিদ আবুল বারকাতের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দেন এই আইনজীবী। ২৪ ঘণ্টার মধ্যে আবুল বারকাতকে নোটিশের জবাব দিতে বলা হয়।
নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না পাওয়ায় আজ এই মামলা দায়ের করা হয়েছে বলে জানান অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।
গত ২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অর্থনীতিবিদ আবুল বারকাত গবেষণার তথ্য তুলে ধরে বলেন, ‘আমার বলতে দ্বিধা নেই, গবেষণাভিত্তিক কথা এটা, লোয়ার কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত আইনের রায় বেচাকেনা হয়।’
মন্তব্য চালু নেই