আবারও হাসপাতালে সাঈদী

অসুস্থতার কারণে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) নেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়।

কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী জানান, সাঈদী কোমর ও হাঁটুর ব্যথায় ভুগছেন। এই কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে চিকিৎসার জন্য রোববার রাতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বিএসএমএমইউ নেওয়া হয়। সেখানে শারীরিক পরীক্ষা-নীরিক্ষা শেষে তাকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল-১। এর এক মাস পর ২৮ মার্চ আপিল করে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ। এর সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়।



মন্তব্য চালু নেই