আদমদীঘিতে দশ লাখ টাকার হিরোইন উদ্ধার
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : শনিবার সকালে বগুড়ার আদমদীঘিতে ১শ’গ্রাম মূল্যের দশ লাখ টাকার হিরোইনসহ আরিফুল ইসলাম (২৮)কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি মামলা হয়েছে। জানা যায়, সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সামছুল আলম সঙ্গীয় ফোর্সসহ শনিবার সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলার শারীব সার কারখানার সামনে নওগাঁ থেকে বগুড়া গামী একটি মেইল বাসে অভিযান চালিয়ে ওই বাসের যাত্রীবাহী মাদক ব্যবসায়ী রাজশাহী বোয়ালিয়া থানার কাদিরগঞ্জের আব্দুস সাত্তারের ছেলে আরিফুল ইসলাম কে দশ লাখ টাকার মূল্যে ১শ’গ্রাম হেরোইনসহ আটক করে। অপর এক অভিযানে আদমদীঘি থানা পুলিশ ৪৫ পুড়িয়া হেরোইনসহ সান্তাহার ইয়ার্ড কলোনীর মৃত সাত্তারের ছেলে ফারুক হোসেন (৩৫)কে আটক করে। এ ব্যাপারে আদমদীঘি থানায় পৃথক পৃথক দুটি মামলা হয়েছে।
মন্তব্য চালু নেই