আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে পানিতে পড়ে রিয়াদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার সমাসপাড়া গ্রামের মিজান রহমানের ছেলে।

জানা যায়, গত মঙ্গলবার সকালে শিশু রিয়াদ খেলার সময় সবার অজান্তে বাড়ির পাশে ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুজি করে দুপুর সাড়ে ১২টায় ডোবায় ভাসমান অবস্থায় এলাকার লোকজন উদ্ধার করে।

আত্রাই থানার ওসি বদরুদ্দোজা জানান, শিশুর মৃত্যুর সংবাদ জানান সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



মন্তব্য চালু নেই