আত্রাইয়ে এ্যালকোহলসহ এক মাদক ব্যবসায়ী আটক
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে ৩১২ বোতল এ্যালকোহলসহ মোঃ আবুল হোসেন ভোদা (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গেফতারকৃত আবুল হোসেন আত্রাই উপজেলার কাশিয়াবাড়ি পশ্চিমপাড়া গ্রামের মৃত কাদের ফকিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার উপ-পরিদর্শক (এসআই) হাইদার সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাশিয়াবাড়ি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় আবুল হোসেন ভোদাকে ৩১২ বোতল এ্যালকোহলসহ তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
এবিষয়ে আত্রাই ানার ওসি বদরুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত আবুল হোসেন ভোদা এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩১২ বোতল এ্যালকোহলসহ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে। গতকাল শুক্রবার তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য চালু নেই