আত্রাইয়ের ব্যবসায়ীর লাশ বাগমারায় উদ্ধার
নওগাঁর আত্রাইয়ের এক ব্যবসায়ীকে খুন করে তার লাশ পার্শ্ববর্তী রাজশাহীর বাগমারায় ফেলে রাখা হয়েছে। নিহত ব্যবসায়ী উপজেলার পাইকড়া গ্রামের আলহাজ হাবিবুর রহমান মাস্টারের ছেলে আবু বক্কর ছিদ্দিক (৪৩)। গতকাল মঙ্গলবার সকালে বাগমারা উপজেলার ঝারগ্রাম সিদাখালী ব্রিজের নিকট থেকে বাগমারা থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবু বক্কর গত সোমবার বিকেলে বাড়ি থেকে বাগমারার ভবানীগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। গতকাল সকালে স্থানীয় লোকজন তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে নিয়ে যায়।
বাগমারা থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, আবু বক্করের শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য জখমের চিহ্ন ছিল। তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত খুনের প্রকৃত কারন বলা যাচ্ছেনা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আত্রাই উপজেলার বড়াইকুড়ি গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনকে (৪২) আটক করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাগমারা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
মন্তব্য চালু নেই