‘আতঙ্কে বই পড়তে পারছে না শিশুরা’

খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বছরের শুরুতে নতুন বই হাতে পাওয়ার পরও আতঙ্কে পড়তে পারছে না শিশুরা।

রাজধানীর সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে রবিবার সকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে ভয় পাচ্ছে। অভিভাবক হিসেবে আমরা আতঙ্কে থাকি। এই পরিবেশ থেকে আমরা মুক্তি চাই। এই অবস্থার যারা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে ঘৃণা ও প্রতিরোধের আগুন জ্বালাতে হবে।’

তিনি বলেন, ‘একাত্তরের অশুভ শক্তির বিরুদ্ধে এখনও আমাদের লড়াই করতে হচ্ছে। পাক-হানাদার বাহিনীর মত আমাদের স্কুল-কলেজ পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের সন্তানরা পড়ার নিশ্চয়তা পাচ্ছে না।’

শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের সন্তানদের সামনে তুলে ধরুন। যে সন্তান আত্মপরিচয় জানে না, তার মতো দুর্ভাগা কেউ হতে পারে না। ৭৫-এর পরবর্তী সরকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ওইখানটাতেই শিশু পার্ক নির্মাণ করে যেখানে বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ দিয়েছিলেন, পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল। নতুন প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে না পারে সেজন্য এখানে শিশু পার্ক নির্মাণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের সময় নতুন বই পাওয়ার সুযোগ ছিল না। এখন বছরের প্রথম দিনেই নতুন বই পাওয়া যাচ্ছে। এবারও প্রায় ৩৩ কোটি নতুন বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। আমরা এসএসসি পরীক্ষার আগে কোনো পরীক্ষায় বসতে পারতাম না। এখন পিএসসি ও জেএসসি পরীক্ষায় বসে শিক্ষার্থীরা সাহস সঞ্চয় করতে পারে। শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ অভূতপূর্ব উন্নতি করেছে। এই সকল সুযোগ-সুবিধা শেখ হাসিনা করে দিয়েছেন।’

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শেখ রইশুল আলম ময়নার সভাপতিত্বে অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন তায়েবা ইসলাম, দিলারা আলম প্রমুখ।



মন্তব্য চালু নেই