আটকে পড়া হজ্জ যাত্রীদের জন্য বিশেষ ফ্লাইট

ভিসা সংক্রান্ত জটিলতায় আটকে পড়া হজ্জ যাত্রীরা শুক্রবার বিশেষ ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন। আটকে পড়া ২১৫ হজ্জ যাত্রী এ বিশেষ ফ্লাইটে শুক্রবার ঢাকা ত্যাগ করবেন।

আগামী ২৬ আগস্ট আটকে পড়া হজ্জ যাত্রীদের জন্য আরও একটি বিশেষ ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে। এদিকে সৌদি দূতাবাসের সহযোগিতায় ভিসা সংক্রান্ত জটিলতা কেটে গেছে বলে জানা গেছে।

আশকোনা হজ ক্যাম্পের কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার ১১টি নির্ধারিত ফ্লাইট হজ যাত্রীদের নিয়ে যথাসময়ে ছেড়ে গেছে। বাংলাদেশ বিমানের ফ্লাইট ও অন্যান্য বেসরকারি হজ যাত্রীদের সঙ্গে সরকারি হজযাত্রীদের পাঠিয়ে সমন্বয় করা হচ্ছে।

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বৃহস্পতিবার পর্যন্ত ১৩ হাজার ৪৫৭ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। গত রোববার হজ ফ্লাইট শুরুর দিন থেকেই নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। অনেকের ফ্লাইট নির্ধারিত থাকলেও ভিসা না পাওয়ায় যেতে পারেন নি বলে অভিযোগ উঠেছে।

হজ ক্যাম্পের কর্মকর্তারা জানান, সৌদি দূতাবাসের ভিসা প্রিন্টিং সিস্টেমে কারিগরি ক্রুটির কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। কারিগরি ক্রুটি সারানোর জন্য একটি বিশেষজ্ঞ দল সৌদি দূতাবাসের সঙ্গে কাজ করছে।



মন্তব্য চালু নেই