আজ সরস্বতী পুজো, বাঙালীর ভ্যালেন্টাইনস ডে

মাঘ মাসের শুক্লা পঞ্চমী৷ তিথি মেনে আজ বাঙালীর ঘরে ঘরে বিদ্যার দেবীর আরাধনা৷ ব্রহ্মার মানসকন্যা সরস্বতী৷ এক হাতে তাঁর বীণা, অন্যহাতে পুস্তক৷ তাই পুস্তকের সঙ্গে যাদের সম্পর্ক সকলেই আজ ব্যস্ত তাঁর আরাধনায়৷ বিদ্যার্জন সহজ না হলেও দেবী কিন্তু অল্পেই সন্তুষ্ট৷ সামান্য ফুল-মিষ্টি-বেলপাতা আর দোয়াত-কলম৷ মন্ত্রতন্ত্র, নিয়মকাননুও তেমন কিছু নয়৷ সরস্বতী কিন্তু কল্যাবিদ্যারও দেবী৷ তাই শিল্প সাধনা যাঁরা করেন, তাঁরাও আজ পুজায় ব্যস্ত৷ বাগদেবী শ্বেতশুভ্র৷ কিন্তু বাঙালি তাকে নিজের মনের রঙ মিশিয়ে বসন্তের শুরুতে করেছে বাসন্তী বর্ণা৷ তাঁর সঙ্গে রঙ মিলিয়ে সাজেন পূজারীণিরাও৷ যদিও তাদের অনেকের কাছেই আজ পুজা উপলক্ষ মাত্র৷ বরং লক্ষ্যভেদ করার উপযুক্ত তিথি৷ বাসন্তী শাড়িতে সেজে তাই আজ পথে পথে শরসন্ধানের আয়োজন৷



মন্তব্য চালু নেই