সোমবার বিলকুড়ালিয়ায় ভূমিহীনদের ধান কাটা উৎসব
পাবনার চাটমোহর উপজেলার বিলকুড়ালিয়ার খাসজমিতে সোমবার ভূমিহীনদের ধানকাটা উৎসব। এই প্রথমবারের মতো বিলের খাসজমির স্থায়ী বন্দোবস্তপ্রাপ্ত ভূমিহীন নারী-পুরুষ আনুষ্ঠানিকভাবে বোরো ধান কর্তন করবে। দীর্ঘ দু’যুগের আন্দোলন-সংগ্রামের ফসল এই খাসজমির স্থায়ী বন্দোবস্ত।
ইতোপূর্বে ভূমিহীনরা বিলে অনেকবার ধান কেটেছে। কিন্তু তখন ছিল নানা ভয় আর আতংক। ধানের শীষ সোনালী আকার ধারণ করার পরই বিলে বসানো হতো পাহারা। কখন বা জোতদার-কবুলিয়াতি গং ধান লুট করে। এবার সেই ভয় আতংক দূর হয়েছে। নিজেদের জমিতে নিজেদের রোপন করা ধান কেটে তারা ঘরে তুলবে।
ভূমিহীনদের আয়োজনে ও এলডিও’র সহায়তায় অনুষ্ঠিত ধান কাটা উৎসবে উপস্থিত থাকবেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনীতিবিদ ও বিলপাড়ের বিভিন্ন গ্রামের ভূমিহীন নারী-পুরুষ উপস্থিত থাকবেন।
মন্তব্য চালু নেই