আজও প্রেসক্লাবের সামনে সোয়ান শ্রমিকদের অবস্থান

আজ পবিত্র ঈদুল ফিতরের দিনেও জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সোয়ান গার্মেন্টসের শ্রমিকেরা। বেতন আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবেন তারা।

আজ শনিবার সকাল থেকে সোয়ান গার্মেন্টসের শ্রমিকরা প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু করেন। লাগাতার কর্মসূচির সপ্তম দিন এটি।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ব্যানারে গত ১২ জুলাই সকাল থেকে তিন মাসের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সোয়ানের শ্রমিকরা। শুক্রবার সকালে তারা জানিয়েছেন, প্রাপ্য আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এর আগে, শুক্রবার (১৭ জুলাই) বিকেলে আন্দোলনের ষষ্ঠ দিনে সংবাদ সম্মেলন করে ঈদের দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।



মন্তব্য চালু নেই