আজও অনশনে নন-এমপিও শিক্ষকরা

এমপিওভুক্তির দাবিতে শনিবার দ্বিতীয় দিনের মত আমরণ অনশন কর্মসূচি পালন করছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন।

জাতীয় প্রেসক্লাবের সামনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে নিম্ন মাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদ্রাসার স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষক-কর্মচারী আমরণ অনশন কর্মসূচি পালন করছেন।

এর আগে গতকাল শুক্রবার তারা অনশন শুরু করেন। শিক্ষকদের অনেকে বুকে-পিঠে বিভিন্ন স্লোগান লিখে সড়কে শুয়ে অনশন করেন। দাবি না মানা পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন সভাপতি এশরাত আলী।

আন্দোলনরত শিক্ষকরা বলেন, নন-এমপিও শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা আদায়ের লক্ষ্যে দীর্ঘ ৫ বছর অধিক সময় নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রাম পালন করতে গিয়ে আমাদের বেশ কজন শিক্ষক-কর্মচারী হতাহত হয়েছে। স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি ঝুলে থাকায় এসব নন-এমপিও শিক্ষক পরিবাবার সরকারের দিকে এখনও তাকিয়ে আছে।

কর্মসূচিতে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক তাপস কুমার কুন্ডুসহ নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ’ শিক্ষক-কর্মচারী অংশ নিয়েছেন।



মন্তব্য চালু নেই