আগামীকাল এইচএসসির ফল প্রকাশ

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল রোববার প্রকাশ করা হবে।

রোববার সকাল ১০টার সময় প্রধানমন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই ফলাফলের সারসংক্ষেপ পেশ করবেন। পরে দুপুরে শিক্ষামন্ত্রী এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করবেন।

অনলাইনে ফল পেতে www.educationboard.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এই ওয়েবসাইট থেকে ফল ডাউনলোড করতে পারবে।

শিক্ষার্থীরা মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে। এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে নিজ বোর্ডের প্রথম তিনটি অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর স্পেস ২০১৫ লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

মাদ্রাসার শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে (ALIM স্পেস MAD স্পেস ROLL স্পেস 2015)। তারপর ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উল্লেক্ষ্য, গত ১ এপ্রিল শুরু হয়ে ১১ জুন এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার পৌনে ১১ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।



মন্তব্য চালু নেই