আইনশৃঙ্খলা বাহিনীকে দোষ দিতে পারি না

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘দুর্গাপূজা ও আশুরায় নাশকতা না হওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ ছিল। তাদের দোষ দিতে পারি না।’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শনিবার সকাল সোয়া ১১টায় হোসেনী দালানে বোমা বিস্ফোরণে আহতদের দেখতে এসে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ‘যারা নাশকতা করেছে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। সম্পূর্ণ পরিকল্পনা করে তারা দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল।’

কারা এ ঘটনা ঘটিয়েছে— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কারা এ ঘটনা ঘটিয়েছে আপনারা তা বুঝতে পারছেন। খুব শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে। এএসআই হত্যার ঘটনায় আসামিকে ধরতে আমরা সক্ষম হয়েছি। বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িতদেরও ধরতে আমরা সক্ষম হব।’

এ সময় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী তার সঙ্গে ছিলন।

গওহর রিজভী বলেন, ‘অনেকে মনে করছেন এটা শিয়া-সুন্নীর ব্যাপার। এটা কোনো মতেই তা না। দেশকে ধ্বংসর জন্য এ সন্ত্রাসী হামলা করা হয়েছে।’

এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং নিন্দা জানান।



মন্তব্য চালু নেই