আইনজীবীদের ‘স্যাক্রিফাইজ’ করার আহ্বান মির্জা আব্বাসের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস আইনজীবীদের ‘স্যাক্রিফাইজ’ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আপনারা ঐক্যবদ্ধ থাকলে আদালত আইনের পথে চলতে বাধ্য। আপনারা তো অনেক কামাইছেন, এখন দুই মাস স্যাক্রিফাইজ করুন।’

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৭ম কারামুক্তি দিবস উপলক্ষে রাজধানীর ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় আব্বাস এসব কথা বলেন। তারেক রহমানের আইনজীবীরা এ সভার আয়োজন করে।

মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগ শেয়ালের মতো ধূর্ত, সচতুর লুটেরা বা ডাকাতের দল। তারা তাদের প্রধান শত্রু চিহ্নিত করতে পেরেছে। তাদের শত্রু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান।’

সভায় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট রফিক সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই