অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়নের নির্দেশ
সংবাদপত্রের অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়নে মালিকপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিক সহায়তা ভাতা ও অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, যারা ওয়েজ বোর্ড বাস্তবায়নে ব্যর্থ হবে তাদের সরকারি সুযোগ-সুবিধা বন্ধ করে দেওয়া হবে। যারা ওয়েজ বোর্ডের সুপারিশ বাস্তবায়ন করেছে, তাদের বিজ্ঞাপনের হার বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যারা বাস্তবায়ন করেনি, তাদের বিষয়টি সরকার মনিটর করছে।
তিনি বলেন, দেশে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সাংবাদিকতার চর্চা দেখতে চাই। স্বাধীন মত প্রকাশের সুযোগ নিয়ে একশ্রেণির সাংবাদিক অপসাংবাদিকতার চর্চা করছেন।
চতুর্থবারের মতো অসুস্থ এবং অসচ্ছল সাংবাদিকদের আর্থিক অনুদান তুলে দিলেন প্রধানমন্ত্রী ।
মন্তব্য চালু নেই