অমিতাভের শুটিং সেটে আততায়ীদের গুলি

শুক্রবার বিকেলে ভারতের মুম্বাইয়ের ফিল্ম সিটির ২ নম্বর স্টুডিওর কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আততায়ীদের ছোড়া গুলিতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন।

ইন্ডিয়া টুডে-র খবরে বলা হয়েছে, ঘটনাস্থলের অল্প দূরে শুটিং করছিলেন অমিতাভ বচ্চন। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে ফিল্ম সিটির একজন নিরাপত্তা কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

এদিকে বিগ-বি ঘটনার পরপরই এক টুইট বার্তায় লেখেন, ‘গুলিতে একজন মারা গেছেন, তবে এখনো এটা নিশ্চিত নয়।’ পরে অবশ্য তিনি সংশোধিত টুইটে জানান, ‘ফিল্ম সিটির গুলির ঘটনায় কেউ মারা যাননি। তবে একজন গুরুতর আহত হয়েছেন।’

এ ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ঘটনার সময় সেখানে তিনজন আততায়ীকে দেখা যায়। এদের দুজন ফিল্ম সিটির ভেতরে প্রবেশ করে। অন্য একজন বাইরে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিল। ঘটনার পর দুষ্কৃতকারীরা জনতার ধাওয়া খেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে তাদের মোটরসাইকেলটি সেখানেই ফেলে রেখে যায়।

এর পরই সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন। মুম্বাই পুলিশ জানিয়েছেন, আহত ব্যক্তির নাম রাজীব সিন্ধি। তিনি বালাজি ফিল্মের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।



মন্তব্য চালু নেই