অভ্যন্তরীণ নিরাপত্তায় ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে

অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ক্ষুদ্র অস্ত্র বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে প্রায় তিন লাখ ক্ষুদ্র অস্ত্র রয়েছে। আর প্রতিবেশী ভারত ও পাকিস্তানে এর সংখ্যা দুই কোটি করে। যা দেশ দুটির অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

তিনি বলেন, বর্তমান সরকার ক্ষুদ্র অস্ত্র ও অবৈধ অস্ত্র বিস্তার প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে অবৈধ অস্ত্র বিস্তার প্রতিরোধে কোন ব্যবস্থায় গ্রহণ করা হয়নি বরং দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।

মন্ত্রী বলেন, ২০০৪ সালে দুটি ঘটনা আমাদের দেশকে নাড়া দেয়। ১লা এপ্রিলের দশ ট্রাক অস্ত্র উদ্ধার এবং ২১শে আগস্ট শেখ হাসিনার ওপর হামলায় ২২ জন নিহত। এই দুটো ঘটনাকেই রাষ্ট্রীয়ভাবে প্রত্যাখ্যান করা হয়। লোক দেখানো তদন্ত করা হয়। ওই সময় বাংলাদেশ মানুষ অন্ধকার যুগে বাস করছিল।



মন্তব্য চালু নেই