অবৈধ পথে ভারত থেকে বংলাদেশে প্রবেশ: ২০ যুবক আটক
মহসিন মিলন, বেনাপোল (যশোর) থেকে: অবৈধ পথে ভারত থেকে বংলাদেশে প্রবেশের সময় বেনাপোল এর পুটখালি সীমান্ত থেকে মংগলবার ভোরে ২০ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জানান, ২০ বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ প্রবেশের সময় পুটখালি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে। আটককৃতদের বাড়ি নড়াইল ও বরিশল জেলার বিভিন্ন স্থানে।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
মন্তব্য চালু নেই