অপ্রাপ্ত বয়স্কদের দিয়ে পশু কোরবানি!

কোরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে সরকারের নির্দেশনা অনুযায়ী বয়স সীমা মানেননি অনেকেই। রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানির পশু জবাই করতে ১৮ বছরের কম বয়সী মাদ্রাসার ছাত্রদের দেখা গেছে।

যদিও স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছিল ১৮ বছরের কম বয়সী কেউ কোরবানির পশু জবাই করতে পারবে না।

জানা গেছে, ঈদুল আজহার আগে কোরবানির পশু জবাই ও বর্জ্য অপসারণ নিয়ে এক সভায় সিদ্ধান্ত হয়, ১৮ বছরের কম বয়সী মাদ্রাসার ছাত্রদের কোরবানির পশু জবাইয়ের কাজে ব্যবহার করা যাবে না।

এই নির্দেশনা বাস্তবায়নের জন্য সিটি কর্পোরেশনগুলো কাজ করবে। কিন্তু তা মানেননি দেশবাসীর অনেকে।



মন্তব্য চালু নেই