অপরিকল্পিত ব্রীজ, জনগণের কোন কাজে আসছে না
আরমান জাহান চৌধুরী, মদন (নেত্রকোণা) থেকে : ব্রীজ আছে, সড়ক ও এপ্রোচে মাটি না থাকায় প্রায় ১৩ বছর ধরে এভাবেই ঝুলে আছে ব্রীজটি। এ ধরনের একটি ব্রীজের সন্ধান পাওয়া গেছে নেত্রকোণার মদন উপজেলার মাঘান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাতলা গ্রামে খালের উপর। প্রায় ১৩ বছর আগে জেলা পরিষদ কর্তৃক এই অপরিকল্পিত ব্রীজটি নির্মাণ করা হলেও সচল করার কেউ নেই। এ ধরনের তথ্য জানার জন্য উপজেলা প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গেলে এতদ সংক্রান্ত কোন তথ্য পাওয়া যায় নি। কর্তৃপক্ষের সুদৃষ্টি না থাকায় রক্ষণাবেক্ষনের অভাবে ব্রীজটি ব্যবহারের আগেই বিনষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ব্রীজের পাশের বাসিন্দা ইব্রাহিম জানান, দীর্ঘ ১২/১৩বছর আগে তারাহুড়া করে ব্রীজ নির্মাণ করেই ঠিকাদার উধাও হয়ে যায়। এরপর উপর কারও এপ্রোচে মাটি ও সড়ক নির্মাণ না করায় ব্রীজটি অকেজো হয়ে পড়ে আছে।
এ ব্যাপারে সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম রতন এর সাথে যোগাযোগ করা হলে তার ক্ষমতা গ্রহণের আগেই নির্মিত হওয়ায় এ ব্যাপারে তিনি বলতে পারছেন না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খুরশীদ শাহরিয়র জানান, বিষয়টি ইউনিয়ন পরিষদের আওতাধীন। আমার দপ্তরে এতদ সংক্রান্ত কোন তথ্য নেই। এ ব্যাপারে জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই, তবে কেহ এ ব্যাপারে লিখিতভাবে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
মন্তব্য চালু নেই