‘অপপ্রচার’ সত্ত্বেও জাতিসংঘে দেশের অবস্থা সন্তোষজনক
বর্তমানে বাংলাদেশ জাতিসংঘে খুব সুবিধাজনক অবস্থানে আছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ.কে আব্দুল মোমেন। সারাবিশ্বে বাংলাদেশের সুনাম অনেকটা বেড়েছে উল্লেখ করে ড. মোমেন বলেন, ‘গত ৪০ বছরে যা পায়নি, গত বছর জাতিসংঘ থেকে অনেক কিছু পেয়েছে বাংলাদেশ। ওই সময়ে বাংলাদেশ অনেক কিছু পেয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ লাউঞ্জ হয়েছে জাতিসংঘে। এছাড়া বিভিন্ন পদকে ভূষিত হয়েছে এদেশ।’
বর্তামান বিএনপি-জামায়াত জোটের নানামুখী ‘অপপ্রচারের’ পরও জাতিসংঘে বাংলাদেশের অবস্থান ভালো বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার রাতে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, ‘জাতিসংঘে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। যে বা যারা দেশ নিয়ে বিরোধিতা করছে, তারা দেশের মঙ্গল চায় না বলেই এমন করছে।’
ড. মোমেন বলেন, ‘যারা বিভিন্ন সময়ে বাংলাদেশ নিয়ে বিবৃতি দিয়ে দেশের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন তাদের এসব বিবৃতি জাতিসংঘ আমলে নেয়নি।’
তিনি জানান, জাতিসংঘে শান্তি রক্ষী বাহিনীর বেতন ৩৭ শতাংশ বাড়ানো হয়েছে।
সন্ত্রাস দিয়ে ভাল কিছু অর্জন করা যায় না-একথা উল্লেখ করে ড. মোমেন বলেন, ‘ভালো কিছু পেতে হলে, ভালো কিছু দিতে হয়। আর এটি অর্জন করতে হবে আমাদেরই। এদেশ আমাদের। আর এটি নিয়ে ভাবতে হবে আমাদেরকেই।’
মতবিনিময়ে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অশফাক আহমদ প্রমুখ।
মন্তব্য চালু নেই