অন্যরকম এক নিষিদ্ধ রাতের ঢাকা! (ভিডিও)

ঢাকার বেশিরভাগ অভিজাতক হোটেলেই পার্টির নামে উশৃঙ্খল আনন্দে মেতে উঠে তরুণ-তরুণীরা। এই সব পার্টিতে আশা বেশিরভাগ মেয়েই পেশাদার ডিস্কো জকি। আধুনিক সাজ-সজ্জায় প্রতি সন্ধায় আসেন হোটেলে। শুরু হয় পার্টি, চলে তা মাঝ রাত প্রর্যন্ত। গভির রাতে পার্টি শেষে কখনও স্বাভাবিক আবার কখনও অস্বাভাবিকভাবে বেরিয়ে পড়েন পছন্দের সঙ্গির সঙ্গে। আর বাকিদের মেলা মেলে হোটেলে সামনে। আড্ডার আর মাতামাতি শেষে পছন্দের পুরুষের সাথে পাড়ি জমান নিষিদ্ধ জগতে।
আইন শৃঙ্খলা বাহিনীর জামেলা এড়াতে ডিজে পার্টিতে আসা সবার হাতে থাকে বিশেষ চিহ্ন। আর এসব মেয়েদের বহন করার জন্য থাকে বিশ্বস্ত সিএনজি চালাক। তারা রাতে নির্দিষ্ট স্থানে আনা নেয়ার কাজ করে।
রাতে এসময় অন্যরকম এক নিষিদ্ধ ঢাকায় পরিনত হয়। ঢাকার এই রাতের চিত্র নিয়ে বেসরকারী টেলিভিশনের প্রতিবেদনে এরকম দৃশ্য ফুটে উঠে।

ভিডিও:
https://youtu.be/Chywgy9owBA





















মন্তব্য চালু নেই