অনুমতি ছাড়া সড়কে সভা-সমাবেশ নিষিদ্ধ : সাঈদ খোকন

বিপ্লব ও সংহতি দিবস (৭ নভেম্বর) উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৮ নভেম্বর) নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে (ডিএসসিসি) অবহিত করে একটি চিঠিও দিয়েছে দলটি। তবে চিঠির জবাব অনুমতি ছাড়া নগরীর সড়কে সভা-সমাবেশ নিষিদ্ধ বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন।

চিঠিতে বিএনপিকে তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নগরীর সড়কে সভা-সমাবেশ করা নিষিদ্ধ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, বিএনপির চিঠির উত্তর দিয়েছেন মেয়র সাঈদ খোকন। তিনি (সাঈদ খোকন) বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (আইন-শৃঙ্খলা বাহিনী) অনুমতি ছাড়া রাজধানীর সড়কে কোনো প্রকার সভা-সমাবেশ করা যাবে না। এক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি লাগবে।

এদিকে বিএনপির পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, কোনো অনুমতি সাপেক্ষে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে তারা সমাবেশ করবে।



মন্তব্য চালু নেই