‘অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধে অভিযান চলবে’

সাময়িকভাবে জনভোগান্তি হলেও গণপরিবহণগুলো যেন সরকার-নির্ধারিত ভাড়া নিতে বাধ্য হয়, সে জন্য অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) কার্যালয়ে প্রতিষ্ঠানটির ডিপো ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘রাজধানীতে ৬০ শতাংশ পরিবহণ সরকার-নির্ধারিত ভাড়া আদায় করছে, আর ৪০ শতাংশ আদায় করছে অতিরিক্ত ভাড়া। এই অতিরিক্ত ভাড়া অদায় বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

এ ছাড়া বিআরটিসি বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, বাসগুলো যেন অপরিষ্কার না থাকে এবং এ নিয়ে আর যেন কোনো যাত্রী অভিযোগ না করে, সে জন্য বিআরটিসির চেয়ারম্যান ও কর্মকর্তাদের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।



মন্তব্য চালু নেই