সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের পতিসর পরিদর্শন

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত নওগাঁর আত্রাইয়ের পতিসরে চলছে সাজসাজ রব। আগামী ২৫ বৈশাখ (৮মে) পতিসরে কবির জন্মানুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি এড. আব্দুল হামিদ। তার আগমনকে কেন্দ্র করে বুধবার পতিসর পরিদর্শনে এসেছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

তিনি বুধবার বেলা ১১ টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে পতিসরে আসেন। এ সময় তার সাথে ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. মো. ইব্রাহিম হোসেন ও প্রতœতত্ব অধিদপ্তরের পরিচালক আলতাফ হোসেন। মন্ত্রী আসাদুজ্জামান নূর পতিসরে

রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থানগুলো ঘুরে ঘুরে দেখেন এবং রাষ্ট্রপতির আগমন বিষয়ে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় অনুষ্ঠানে নওগাঁর জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান, নওগাঁ জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মোখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই