দুর্গাপুরে কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে শনিবার রাতে কাল বৈশাখীর তান্ডবে পৌরসভা সহ উপজেলার ৭টি ইউনিয়নে ধর্মীয় প্রতিষ্ঠান সহ প্রায় শতাধিক কাঁচাপাকা ঘর-বাড়ী, শত শত গাছপালা ভেঙ্গে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখাযায়, পৌরসদরে প্রাচীনতম দশভূজা বাড়ী মন্দির ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২শত বছরের পুরানো সুসঙ্গ জমিদারদের রোপন করা বিরল প্রজাতির বিশাল কাঠালি চাঁপা গাছটি ভেঙ্গে দশভূজা বাড়ী মন্দিরের মার্কেট এর গুদাম ঘর ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক ভবন বিধ্বস্ত সহ বাগিচাপাড়ার শ্মশানকালী মন্দিরের দেয়াল ধ্বসে পড়ে। কালবৈশাখীর তান্ডবে ক্ষতিগ্রস্থ মন্দির ও বিভিন্ন এলাকা উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, পৌর মেয়র হাজী মাওঃ আব্দুস সালাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়ামিন হোসেন, উপজেলা আওয়ামীলীগের নের্তৃবৃন্দ পরিদর্শন করেন। এছাড়াও উপজেলার কুল্লাগড়া, দুর্গাপুর সদর, বিরিশিরি, বাকলজোড়া, কাকৈরগড়া, গাওকান্দিয়া ও চন্ডিগড় ইউনিয়ন গুলোতে কালবৈশাখীর তান্ডবে পুরোনো গাছপালা সহ শতাধিক কাঁচা-পাকা ঘর-বাড়ী ও মৌসুমি বোরো ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার খবর পাওা গেছে।
মন্তব্য চালু নেই