অপরাধী যেই হোক, শাস্তি চান মায়া
ত্রাণ ও দুর্যোগব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, নারায়ণগঞ্জের সাত খুনের সঙ্গে যারাই জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। অপরাধী র্যাব হলে তাদেরও শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিন আল নাসের আল বুসাইরি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাবেক র্যাব কর্মকর্তা লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মাদ তার আত্মীয়। এ কারণেই কী সরকার তাদের গ্রেফতারে কোনো পদক্ষেপ নিচ্ছে না, এমন প্রশ্ন করা হলে তিনি সরাসরি জানিয়ে দেন, সাত খুনের ঘটনায় যেই জড়িত থাকুক না কেনো আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। প্রয়োজনে আমিও তদন্ত কাজে সহযোগীতা করব।
নারায়ণগঞ্জের ঘটনা নিয়ে তদন্তের স্বার্থে সাংবাদিকদের অন্যকোনো প্রশ্নের জবাব দেননি তিনি।
সাত খুনের ঘটনায় মন্ত্রীর আত্মীয় জড়িত থাকায় পদত্যাগ করবেন কি না- সাংবাদিকদের এই প্রশ্নের পরে জবাব না দিয়েই চেয়ার ছেড়ে ওঠে যান মায়া।
মন্ত্রীর সঙ্গে সৌদী আরবের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময়ে তিনি বাংলাদেশকে ১৫০ টন খেজুর উপহারও দেন। এ খেজুর আগামী রমজান মাসে বিতরণ করা হবে বলে সাংবাদিকদের জানান ত্রাণমন্ত্রী।
















 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	
মন্তব্য চালু নেই