৪ ঘণ্টার ব্যবধানে মালিবাগ রেল ক্রসিংয়ে দুইজন নিহত

ঢাকা: রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে মঙ্গলবার মাত্র চার ঘণ্টার ব্যবধানে ট্রেনের ধাক্কায় এক বাকপ্রতিবন্ধী নারীসহ দুইজন নিহত হয়েছেন। বিকেলে নিহত প্রতিবন্ধী নারীর নাম সালেহা বেগম (৫০)। দুপুরে একই স্থানে প্রাণ হারান মুকুল হোসেন (৪০) নামে এক নির্মাণশ্রমিক। শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক হিরু মোল্লা বলেন, ‘বিকেল ৪টার দিকে মালিবাগ ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সালেহা বেগম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ নিহতের মেয়ের জামাই মো. আলম জানান, সালেহা বেগম ও তার স্বামী দুজনই বাকপ্রতিবন্ধী। তিনি মৌচাক মোড়ে স্বামীর সঙ্গে চা বিক্রি করতেন। তারা খিলগাঁওয়ের মেরাদিয়ায় থাকতেন। এদিকে কমলাপুর রেলওয়ে থানার সহকারী সিরাজুল ইসলাম উপপরিদর্শক জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মালিবাগ ক্রসিং থেকে মুকুল ট্রেনের ধাক্কায় আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা ৬টায় তিনি মারা যান। তিনি মালিবাগ বাজার সংলগ্ন নির্মাণাধীণ ভবনের শ্রমিক হিসেবে কাজ করতেন।



মন্তব্য চালু নেই