ঘুষ মামলায় আবারো শুনানির আদেশ :

হুদা দম্পতির খালাসের রায় বাতিল

ব্যারিস্টার নাজুল হুদা ও তার স্ত্রী সিগাম হুদার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ এনে দায়ের করা মামলাটি আবারো শুনানির জন্য আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনাহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ হাইকোর্টের দেয়া আদেশ বাতিল করে এ আদেশ দেন।

২০০৭ সালের ২১ মার্চ দুর্নীতি দমন কমিশন (দুদক) ধানমণ্ডি থানায় ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ এনে ব্যারিস্টার নাজুল হুদা ও তার স্ত্রী সিগাম হুদার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঠিকাদারী প্রতিষ্ঠান আকতার কোম্পানি লিমিটেডের কর্ণধর মীর জাহিদকে কাজ পাইয়ে দেয়ার ব্যপারে এ ঘুষ গ্রহণ করেন তারা।

এ মামলায় নিম্ন আদালত ব্যারিস্টার নাজুল হুদাকে পাঁচ বছর ও তার স্ত্রী সিগাম হুদাকে তিন বছরের সাজা দেন। পরে এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল আবেদন করেন নাজমুল হুদা। শুনানি শেষে হাইকোর্ট নিম্ন আদালতের সাজা বাতিল করে দেন।

হাইকোর্টের সেই আদেশের বিরুদ্ধে পরবর্তীতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সরকার পক্ষ লিভ টু আপিল করেন। শুনানি শেষে আদালত হাইকোর্টের আদেশ বাতিল করে আবারো শুনানির জন্য আদেশ দেন।



মন্তব্য চালু নেই