গাইবান্ধার কিছু খবর

যৌথবাহিনী অভিযানে বিএনপি-জামায়াতের ১৮ নেতাকর্মী গ্রেফতার

গাইবান্ধায় নাশকতার মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা।

যৌথবাহিনীর বিশেষ অভিযানে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত গাইবান্ধা সদর, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, পলাশবাড়ী, সাঘাটা, ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে ।

 

গাইবান্ধায় ট্রাক্টর ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাক্টর ধাক্কায় লাল মিয়া (৫৪) নামে আহত এক ব্যক্তি মারা গেছেন।
তিনি শনিবার সকালে রংপুর মেডিকেল হাসঅপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ।

এর আগে গত বুধবার বিকেল ৪ টার দিকে ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী লাল মিয়া গুরুতর আহত হন।

তিনি উপজেলার শান্তিরাম ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ি গ্রামের ।

লাল মিয়া বুধবার বিকেলে অটোরিক্সা করে বাড়ি ফিরছিলেন । পথিমধ্যে , সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের হুলহুলিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ওই অটোরিকশাকে ধাক্কা দেয় । এতে লাল মিয়া ও চালকসহ গুরতর আহত হন ।এদের মধ্যে লাল মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান তিনি।

কঞ্চিবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই