যুক্তরাজ্যে চাকরির নামে প্রতারণা !

যুক্তরাজ্যে চাকরির নামে প্রতারণার অভিযোগ উঠেছে চট্টগ্রামে অবস্থিত কেএসআর ফ্যাশন ওয়ার্ল্ডের বাংলাদেশের এজেন্ট অফিস চিটাগাং ওভারসিজ লিমিটেডের বিরুদ্ধে।

সম্প্রতি প্রতিষ্ঠানটি বিভিন্ন জনের কাছে ইমেইল ও খুদে বার্তা পাঠাচ্ছে। তাতে বলা হচ্ছে, ‘কেএসআর ফ্যাশন ওয়ার্ল্ডের নতুন অফিস যুক্তরাজ্যে। সেখানে সিনিয়র অফিসার পদে আকর্ষণীয় চাকরি দেওয়া হচ্ছে। থাকা-খাওয়া, চিকিৎসা, লন্ড্রিসহ দেড় হাজার ডলার বেতন। এই চাকরির জন্য আজই যোগাযোগ করতে হবে, তাও আবার দুপুর ১টার মধ্যে।’

শুধুই তা-ই নয়, ইমেইল কিংবা খুদে বার্তা পাঠানোর দিনই এই অফার লেটারের কপিসহ জীবন বৃত্তান্ত ও স্বাস্থ্য পরীক্ষার সনদ প্রতিষ্ঠানটির ঠিকানায় পাঠাতে বলা হচ্ছে।

প্রায় প্রতিদিনই বিভিন্ন লোকের কাছে এমন ইমেইল কিংবা খুদে বার্তা যাচ্ছে। এমন বার্তাপ্রাপ্তরা প্রশ্ন তুলেছেন, প্রার্থী সম্পর্কে কোনো কিছু না জেনেই সিনিয়র অফিসার পদে চাকরি দিয়ে দিচ্ছে কীভাবে।

ইমেইল পেয়েছেন এমন একজন নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘মেইলে আসা অফার লেটারের মধ্যে থাকা মুঠোফোন নম্বরে (০১৯৭১৮১১০১৭) যোগাযোগ করলে আমার সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। চাকরি সম্পর্কে কোনো তথ্য না দিয়ে উল্টো বলে দিচ্ছে, ৫,৯৯০ টাকা দিয়ে মেডিক্যাল করে সনদসহ যা যা চেয়েছে পাঠিয়ে দিতে।’

এ সম্পর্কে চিটাগাং ওভারসিজ লিমিটেডের দেওয়া মুঠোফোন নম্বরে সাংবাদিক পরিচয়ে যোগাযোগ করা হলে ওপাশ থেকে একজন বলেন, ‘আপনার সঙ্গে কথা বলার টাইম নাই। আপনি সাংবাদিক হোন আর প্রধানমন্ত্রী হোন, আপনাকে .. ।’



মন্তব্য চালু নেই