মদনে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মদন (নেত্রকোণা) সংবাদদাতাঃ নেত্রকোনার মদন পৌরসভার মদন বাজারে শনিবার গভীর রাতে বিদ্যুতের পিলার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে ৭ দোকান ভষ্মিভূত হয়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মদন বাজারের স্বপন পালের ভ্যারাইটিস ষ্টোরের গুদামের সামনে বিদ্যুতের মেইন পিলারের তারে আগুন লেগে কেরোসিন ও মবিলের ড্রামে অগ্নি সংযোগ ঘটে মুহূর্তের মধ্যে ৭ দোকান পুড়ে যায়।

এসময় এলাকার লোকজনসহ কেন্দুয়া থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ব্যাপক প্রচেষ্টা চালিয়ে ৩ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে স্বপন পালের প্রায় ৭ লাখ, সুমন ষ্টোরের লক্ষাধিক, সততা ষ্টীল ফার্নিচারের ২ লক্ষাধিক, সন্ধ্যা জুয়েলার্স প্রায় ২০ হাজার, সততা টেলিকম ২ লক্ষাধিক, রাধা চরন ভূট্টু লক্ষাধিক, ধ্রুব কোকারিজের ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ খুরশীদ শাহরিয়র, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার শামীম, সাবেক মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল বাশার খান এখলাছ, পূবালী ব্যাংক ব্যবস্থাপক মোঃ সাইফুল হক, প্রভাতী ইন্স্যরেন্সের মোঃ মুকলেছুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির দৃশ্য দেখে ক্ষতিগ্রস্থদের সম্ভাব্য সবধরনের সহায়তার আশ্বাস দেন।



মন্তব্য চালু নেই