মদনে বাল্যবিয়ে বন্ধের অঙ্গীকার

মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে তিন শতাধিক লোক বাল্য বিয়ে বন্ধের অঙ্গীকার করলেন। মঙ্গলবার মদন উপজেলার মদন ইউনিয়নের কুলিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জনপ্রতিনিধি,শিক্ষক- শিক্ষার্থী,মসজিদের ইমাম,বিবাহ রেজিষ্টার ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ তিন শতাধিক লোক এক সাথে শপথ বাক্য পাঠ করে বাল্য বিয়ে বন্ধের অঙ্গীকার করেন।
উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউনিসেফ এর সহযোগিতায় বাল্য বিয়ে বন্ধের অঙ্গীকার অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খুরশীদ শাহরিয়র, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌসি বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কদ্দুছ,ওসি মুহাম্মদ মাজেদুর রহমান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার,মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ ,ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান শেখ মানিক,প্রেস ক্লাব সভাপতি মোঃ আল আমীন তালুকদার,শিক্ষার্থী মাহমুদা আক্তার প্রমূখ।



মন্তব্য চালু নেই