ব্রাহ্মণবাড়িয়ায় বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং রেলওয়ে স্টেশনের কাছে ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। সোমবার রাত সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ঢাকার সাথে আপলাইনে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. মহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সোয়া ৯টার দিকে পাঘাচং রেলওয়ে স্টেশনের কাছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকেই ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের আপ লাইনে (ঊর্ধ্বমুখী) ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া লোকোশেড থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে।



মন্তব্য চালু নেই