বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ আয়কর নেয়া অবৈধ : হাইকোর্ট

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এ পর্যন্ত যত টাকা আয়কর গ্রহণ করা হয়েছে তা ফেরত দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ আয়কর আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এ সংক্রান্ত এক রুলের চূড়ান্ত শুনানি শেষে সোমবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি ভীস্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালত অপর এক আদেশে বলেন, ২০০৭ সাল থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের (জাতীয় রাজস্ব বোর্ডের) জারি করা প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করা হয়েছে।

রিটকারীর আইনজীবী মো. সাখাওয়াত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই