বিকালে মুজাহিদের সাক্ষাৎ চান পাঁচ আইনজীবী

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে মঙ্গলবার বিকালে সাক্ষাৎ করতে চান তার পাঁচ আইনজীবী।

মঙ্গলবার সকালে মোবাইলে পাঠানো এক খুদে বার্তায় মুজাহিদের আইনজীবী শিশির মো. মনির বিষয়টি জানিয়েছেন।

খুদে বার্তায় তিনি জানান, বিকালে মুজাহিদের সঙ্গে দেখা করতে কারা কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়েছে। আশা করছি আমরা অনুমতি পাব।

শিশির মনির ছাড়াও বাকি চার আইনজীবী হলেন- এহসান আব্দুল্লাহ সিদ্দিক, মতিউর রহমান আকন্দ, আসাদ উদ্দিন ও মসিউল আলম।

এর আগে গত ৩ অক্টোবর মুজাহিদের সঙ্গে দেখা করতে কারাগারে যান তার পাঁচ আইনজীবী।

সাক্ষাৎ শেষে শিশির মনির সাংবাদিকদের জানান, তার (মুজাহিদ) হাতে আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি দেওয়া হয়েছে। তিনি রিভিউ আবেদন করতে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন।

গত ৩০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের বিরুদ্ধে করা আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে। নিয়ম অনুযায়ী রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে আসামি পক্ষকে রিভিউ পিটিশন দায়ের করতে হবে।



মন্তব্য চালু নেই