পোরশায় তৃতীয় দিনের এসএসসি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পূর্ণ হয়েছে

মোঃ সালাউদ্দীন আহম্মেদ, পোরশা (নওগাঁ) থেকে: নওগাঁর পোরশায় অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশের মধ্য দিয়ে তৃতীয় দিনের পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারেও উপজেলার নিতপুরে অবস্থিত তিনটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। রবিবার মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের পরীক্ষা আরবী (প্রথম পত্র) এবং স্কুলের ছাত্র/ছাত্রীদের ইংরেজী (প্রথম পত্র) পরীক্ষা ছিল।

পরীক্ষা শেষে শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, অন্যান্য বছরের মতো হরতাল কিংবা অবরোধের মতো রাজনৈতিক কোন কর্মসূচী না থাকায়, এবারে তারা খুব সাচ্ছন্দের সাথেই পরীক্ষা দিচ্ছে। নির্দ্ধারিত রুটিনের কোন পরিবর্তন না হওয়ায় পড়ালেখাতেও ভীষণ মনযোগী তারা। এরকম শান্তিপূর্ণ ভাবে প্রতিটি পরীক্ষা শেষ হলে, ভালো ফলাফল হবে বলেও আশাবাদী সকল পরীক্ষার্থীরা।

উল্লেখ্য গত পহেলা ফেব্র“য়ারী সারা দেশ ব্যাপি এস,এস,সি, (দাখিল) সমমানের পরীক্ষা শুরু হয়। পোরশা উপজেলার পরীক্ষা কেন্দ্র গুলো ঘুরে দেখা গেছে,- নিতপুর শহিদ পিংকু বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২শ ৪১জন পরীক্ষার্থী রয়েছে।

এতে প্রথম দিনে অনুপস্থিত ছিল ২জন। অনুপস্থিতের মধ্যে মোল্লাপাড়া উচ্চবিদ্যালয়ের মোসাঃ লাকি নামক একজন ছাত্রীর ফরম না পূরণ করা সত্বেও রেজিষ্ট্রেশন থাকায় তার প্রবেশ পত্র আসে বলে জানিয়েছেন অত্র কেন্দ্র সচিব মোঃ আমজাদ হোসাইন।

এছাড়াও এই কেন্দ্রে উপজেলার শিশা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শ্রী অমৃত নামক একজন অন্ধ প্রতিবন্ধী ছাত্রকে পরীক্ষা দিতে দেখা গেছে। তার শ্র“তি লেখক হিসেবে অষ্টম শ্রেনীর একজন ছাত্র রয়েছে। এদিকে নিতপুর মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে উপজেলার ১৪টি প্রতিষ্ঠানের মোট ৩শ ৬জন পরীক্ষার্থী রয়েছে।

এখানে প্রথম দিন থেকেই ১জন অনুপস্থিত বলে জানিয়েছেন অত্র হল সচিব মোঃ আব্দুল খালেক এবং নিতপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে উপজেলার ২৬টি প্রতিষ্ঠানের মোট ৪শ ৫২জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে প্রথম দিন অনুপস্থিত ছিলো ১১জন।

অত্র কেন্দ্র সচিব মুফতি আজিজুল ইসলাম জানান,- রবিবারও আরবী প্রথম পত্র (আংশিক) একজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এবার উপজেলায় মোট ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্ব মোট ৯৯৯জন পরীক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত বিভিন্ন কারণে মোট ১৫জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানিয়েছেন কেন্দ্র সচিবরা।



মন্তব্য চালু নেই