পাবনায় জামায়াতের জেলা আমীর জামায়াতের শীর্ষ তিন নেতা গ্রেফতার

পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আব্দুর রহীমসহ জেলা জামায়াতের শীর্ষ তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে দারুল আমান ট্রাস্ট থেকে মঙ্গলবার ভোর ৬টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার বাকি দুজন হলেন— জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক ও পাবনা ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসাইন, একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ও পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ কর্মসূচিকে ঘিরে নাশকতার পরিকল্পনা করতে পাবনায় জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত দারুল আমান ট্রাস্টে দলের শীর্ষ পর্যায়ের নেতারা গোপন বৈঠক করছেন— এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় তাদের ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, তাদের নামে মহাসড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও সরকারি সম্পদ বিনষ্টসহ বিভিন্ন মামলা রয়েছে। তারা ওই সব মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

গ্রেফতার হওয়া জামায়াত নেতাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।



মন্তব্য চালু নেই