নিরাপদে ক্লাস ও পরীক্ষার দাবীতে চাটমোহরে কলেজগুলোতে মানববন্ধন

শংকা মুক্ত জীবন চাই, নিরাপদে ক্লাস করতে পরীক্ষা দিতে চাই, শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধ কর এমন শ্লোগানে ১৪ মার্চ শনিবার পাবনার চাটমোহরের জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত কলেজ গুলিতে পালিত হয়েছে মানববন্ধন কর্মসূচী-২০১৫।

জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবারের এ মানববন্ধন কর্মসূচীতে কলেজগুলোর শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও কর্মচারী বৃন্দ অংশগ্রহণ করেন।
এ কর্মসূচীর আওতায় পৌনে ১২টায় মির্জাপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদের নেতৃত্বে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় মানব-বন্ধন। শিক্ষক শিক্ষিকাসহ প্রায় ৪ শতাধিক ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। সকাল ১১ টায় চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীদের সমন্বয়ে মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

এ মানব বন্ধনে নেতৃত্ব দেন কলেজটির অধ্যক্ষ শরীফ মাহমুদ সনজু। পাশাপাশি অন্যান্য কলেজেও এ কর্মসূচী পালিত হয়েছে। উল্লেখ্য ২০ দলীয় জোট আহুত দেশে চলমান অবরোধ হরতালে শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার প্রতিবাদে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।



মন্তব্য চালু নেই