নওগাঁর মহাদেবপুর ও পত্নীতলায় শীত বাজারের অন্য রকম খবর

এসেছে শীত,পড়েছে শীতের কারিশমা। গত এক সপ্তাহ যাবত শীতের প্রভাব ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে না। এই শীতকে জব্দ করতে মানুষ ছুটছে শীত মার্কেটে। এবার নওগাঁর মহাদেবপুর ও পত্নীতলার বিভিন্ন বাজার ঘুরে এক অন্য রকম দৃশ্য চোখে মিলেছে। এইতো গেল বছর মানুষ ১২০০-১৫০০ টাকায় সুয়েটার কিনল।সেই সুয়েটার গুলোই মানুষ কিনছে,কিনছে নামীদামী কোর্ট। তবে কোথায় কত টাকায়? নওগাঁ কাপড় পট্টি? সাপাহার লাবনী সুপার মার্কেটে দুহাজার তিনহাজারে? না নয়।পত্নীতলার নজিপুর,মধইল, শিহাড়া ও শিবপুর বাজার এবং মহাদেবপুর সদরে সরেজমিনে অবস্থান করে দেখা গেছে এইসব
সুয়েটার বা নামীদামী কোর্ট বিক্রি হচ্ছে মাত্র ১০০-১৫০ টাকায় শুধুমাত্র অল্পটাকার শীত বাজারে কোন মার্কেটে নয়,মাত্র একব্যাক্তির ব্যবহৃত তবে অনেকটাই নতুনভেদের।কোনগুলো ময়লা বা ফুটো থাকলে সেগুলোকে বিক্রি যোগ্যে করে তুলছেন ব্যবসায়ীরা।ওই স্থানে অবস্থান কালে একজন চেয়ারম্যান,শিক্ষক,পুলিশ ধনী ব্যক্তিদেরও কাপড় কিনতে দেখা গেছে। তাদের বক্তব্য কম টাকায় এখানে পেলে,শীত থামাতে পারলে অপচয় করে মার্কেটে কেন?



মন্তব্য চালু নেই