দুর্গাপুরে বাছাইকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা জেলার দুর্গাপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের নির্দেশ ক্রমে মুক্তিযোদ্ধাদের চুড়ান্ত তালিকা প্রনয়নের লক্ষে অনলাইনে আবেদনের ভিত্তিতে দুর্গাপুর উপজেলায় গত ১১ফেব্রুয়ারী ২৪জন মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার গ্রহন করেন মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি।

শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাছাই কমিটির সদস্য সচিব কর্তৃক প্রকাশিত এক চুরান্ত তালিকা প্রকাশ করেন। যাহারা মুক্তিযোদ্ধা হিসাবে স¦ীকৃতি পেয়েছেন ১। ফ্রান্সিস ঘ্রাগ্রা, পিতামৃত-বালিনাথ রিছিল, বারমারি দুর্গাপুর ২। পি.কে সাংমা পিতা-এম মারাক পশ্চিম উৎরাইল, দুর্গাপুর ৩। সেলিম তালুকদার, পিতামৃত-আক্তার উদ্দিন তালুকদার শ্রীরামখিলা বাকলজোড়া ৪। মো: নুরুল ইসলাম খান পিতামৃত- আক্রাম হোসেন খান, শ্রীরামখিলা বাকলজোড়া, ৫। মো: আব্দুুল খালেক পিতামৃত-আমছর উদ্দিন শ্রীরামখিলা বাকলজোড়া, ৬। মো: আবদুল জব্বার পিতামৃত- আছর আলী, শ্রীরামখিলা বাকলজোড়া, ৭। মো: নুরুল ইসলাম পিতামৃত- আঃ ওয়াহেদ, শ্রীরামখিলা বাকলজোড়া, ৮। মৃত আয়ুব আলী, স্ত্রী মোছাঃ জাহানারা বেগম, শ্রীরামখিলা বাকলজোড়া, ৯। নির্মল কুমার বিশ্বাস পিতাস্বগীয়-ধীরেন্দ্র কুমার বিস্বাস, বালিকান্দি দুর্গাপুর পৌরসভা, সর্ব উপজেলা-দুর্গাপুর ও জেলা-নেত্রকোনা।

বাছাই কমিটির সভাপতি ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতিক) এম.পি এর নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট কমিটি উপজেলা পরিষদ হল রুমে ২৪জন আবেদনকারীর মধ্যে ২৩জনের সাক্ষাৎকার গ্রহন শেষে ৯জনকে মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখিত করে এ তালিকা চুড়ান্ত করেন। বাছাই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মোঃ মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (সদস্য সচিব), জেলা কমান্ড ইউনিট প্রতিনিধি নারায়ন চন্দ্র পাল, জামুকা প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, মুবিম এর প্রতিনিধি মোঃ রুহুল কুদ্দুছ ফরাজি, কেন্দ্রীয় কমান্ডার প্রতিনিধি আলহাজ¦ রুহুল আমিন চুন্নু মুক্তিযোদ্ধা কমান্ডার ও সোহরাব হোসেন তালুকদার ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ দুর্গাপুর উপজেলা কমান্ড।



মন্তব্য চালু নেই