জার্সিতে বিশ্বজয়ের অনুপ্রেরণা খুঁজছে পাকিস্তান

আবারও সামনে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া বিশ্বকাপ। ১৯৯২ সালে এখানেই বিশ্বকাপ জয় করেছিল ইমরান খানের পাকিস্তান। তারপর পার হয়ে গেছে ২২ বছর। কিন্তু শিরোপার কাছে গিয়েও ফিরে এসেছে পাকিস্তান দল। এবারও ব্যর্থ হয়ে ফিরতে রাজি নয় পাকিস্তান। তাই ৯২ সালের পুরোনো সেই স্মৃতি ফিরিয়ে আনতে নতুন এক মন্ত্র অন্তরে ধারণ করছে তারা।

এই মন্ত্র লুকিয়ে থাকবে পাকিস্তানের জার্সিতে! এমনটাই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৯৯২ সালের বিশ্বকাপে পাকিস্তান যে ধরনের জার্সি পরে খেলেছিল ঠিক সে ডিজাইনের জার্সি বানানো হচ্ছে। ৯২ বিশ্বকাপে ইমরান খান, ওয়াসিম আকরাম ও জাভেদ মিঁয়াদাদের পরনে যে জার্সি ছিল তারই রেপ্লিকা গায়ে জাড়িয়ে মাঠে নামবে মিজবাহ উল হক বাহীনি। নিঃসন্দেহে এতে বিশ্বজয়ের অনুপ্রেরণা বেড়ে যাবে পাক ক্রিকেটারদের।

তবে ইমরান খানের দলে ছিলেন ওয়াসিম আকরাম, মোস্তাক আহমেদ, রমিজ রাজা ও জাভেদ মিঁয়াদাদের মতো তারকারা। ছিলেন ইনজামাম উল হকের মতো দুর্দান্ত তরুণ ব্যাটসম্যানও। মিজবাহ উল হকের দলে বিশ্ব জয়ের জন্য সে রকম রসদ জমা আছে কিনা তাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে থাকছে।



মন্তব্য চালু নেই