জরিমানা দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পিও

কাগজপত্র না থাকায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও), উপজেলা আওয়ামী সভাপতিসহ ১৭ মোটরসাইকেল চালকের কাছ থেকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে যশোরের কেশবপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা আদায় করা হয়।

এসময় নিম্নমানের ৭০০ বস্তা ভেজাল দস্তা সার জব্দ ও দোকানদারকে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবির বলেন, কাগজপত্র ও ফিটনেসবিহীন গাড়ির ওপর ভ্রাম্যমাণ আদালত নিয়মিত অভিযান চালিয়ে আসছে। মঙ্গলবারও অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার রুহুল আমিন ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোনস কুমার তরফদারের মোটরসাইকেল থামিয়ে কাগজপত্রে ত্রুটি থাকায় ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ১৭ গাড়ি থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এবিষয়টি স্বীকার করে মোনস কুমার তরফদার সাংবাদিকদের বলেন, ঘটনা সত্য। তার কাছে স্লিপও রয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র আরও জানায়, কেশবপুর মধু সড়কের হাফিজ ট্রেডার্সে দীর্ঘদিন ধরে সিনজেনটা কোম্পানির নিম্নমানের দস্তা সার বিক্রি করা হচ্ছিল। এখানে অভিযান চালিয়ে সারে ৩৬ ভাগ জিঙ্কের বিপরীতে ৮ ভাগ পাওয়ায় প্রতিষ্ঠানের নামে মামলা দিয়ে ৫ হাজার টাকা জরিমানা এবং ৭০০ বস্তা সার জব্দ করা হয়েছে। একই সঙ্গে এ প্রতিষ্ঠানের ডিলার বাতিলের সুপারিশ করা হয়েছে কৃষি মন্ত্রণালয়ে।



মন্তব্য চালু নেই