মাশরাফিদের টিউলিপের নিমন্ত্রণ
বাংলাদেশের ক্রিকেট সাফল্য নাড়িয়ে দিয়েছে বঙ্গবন্ধুর দৌহিত্র যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিককেও। আর তাই সে দেশে যেয়ে সংবর্ধনা নিতে মাশরাফিদের নিমন্ত্রণ করেছেন তিনি।
রোববার পূর্ব লন্ডনের একটি মিলনায়তনে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এ ঘোষণা দেন বঙ্গবন্ধুর দৌহিত্র টিউলিপ।
তার ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লেবার পার্টির জ্যেষ্ঠ নেতাসহ পাঁচ ব্রিটিশ এমপি ছিলেন। ছিলেন শখানেক প্রবাসী বাংলাদেশি।
অতিথিদের মধ্যে যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের দৌড়ে থাকা এমপি অ্যান্ডি বার্নহামও ছিলেন। এছাড়া লেবার পার্টির নেতা সাদিক খান এমপি, এমপি কিথ ভাজ, মাইক গেইট এমপি, এমপি স্টিফেন টিমস উপস্থিত হন অনুষ্ঠানে। টিউলিপের মা শেখ রেহানাও অনুষ্ঠানে অংশ নেন।
গত মে মাসে অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ। লেবার পার্টির প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
মন্তব্য চালু নেই