বাংলাদেশে ঈদে দেশীয় শাড়িতে অনবদ্য বাংলার মেলা

ফ্যাশনে স্বদেশ প্রেমের ধারনা নিয়েই ‘বাংলার মেলা’র যাত্রা শুরু। বাংলার মুখ আমি দেখিয়াছি’- এই স্লোগানকে সঙ্গী করে পথ চলতে থাকা বাংলার মেলা দেশী কাপড়ের মান রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। ফ্যাশন ডিজাইনিংয়ের বৈচিত্র্য এবং গুণগত উৎকর্ষতার জন্য ফ্যাশন সচেতন মহলে এর রয়েছে বিশেষ জনপ্রিয়তা ও মর্যাদা। একইসাথে দামটা হাতের নাগালে হওয়ায় সকল মধ্যবিত্তের হাতের নাগালেও।

শাড়ি সবসময়েই বাংলার মেলার অন্যতম আকর্ষণ। বলাই বাহুল্য যে এবারের ঈদেও শাড়ির একটা বিশাল সম্ভার নিয়ে এসেছে তারা। আসুন, দেখি সেই কালেকশনের একঝলক।

সাধারণ কটন ছাড়াও অর্গানজা সিল্ক, এন্ডি, হাফসিল্ক, এন্ডি কটন ব্লেন্ড ও টাঙ্গাইল শাড়ি থাকছে এবারের কালেকশনে।

এবারের ঈদে বেছি চলছে উজ্জ্বল রঙগুলো। কমলা, সবুজ, লাল। পাশাপাশি কালোর আধিক্যও আছে বাংলার মেলার কালেশনে। অন্যদিকে বর্ষায় ঈদ বিধায় প্রচুর শাড়ি পাওয়া যাবে নীল ও নীলের কারুকাজ খচিত।



মন্তব্য চালু নেই