ঈদ হতে পারে বৃষ্টিভেজা

চাঁদের অবস্থান দেখে জ্যোতির্বিজ্ঞানী ও আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, শনিবার সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কম হবে। তবে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে।
এ ছাড়া ঢাকা, সিলেট, বরিশাল ও খুলনা বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
৫১ স্থানে পানি বাড়ছে
দেশের নদ-নদীর ৫১টি স্থানে পানি বৃদ্ধি এবং ২৮টি স্থানে পানি হ্রাস পেয়েছে। একটি স্থানে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ কথা বলা হয়।
ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে এবং সুরমা, কুশিয়ারা ও পদ্মা নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে।
আগামী ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা ও সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি বৃদ্ধি পেতে পারে।
পাউবোর ৮৪টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ৫১টি স্থানে পানি বৃদ্ধি ও ২৮টি স্থানে পানি হ্রাস পেয়েছে। একটি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে এবং চারটি স্থানে তথ্য পাওয়া যায়নি। ঝিকরগাছায় কপোতাক্ষ বিপৎসীমার ২৯ সেন্টিমিটার পানি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মন্তব্য চালু নেই