সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে দিনাজপুরে ঈদুল ফিতর উদযাপিত

সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে দিনাজপুরের কয়েকটি স্থানে আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

সকাল সাড়ে ৮টায় দিনাজপুর শহরের ষস্টিতলা এলাকায় ডেফোডিল কমিউনিটি সেন্টারে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন,মাওলানা মতিউর রহমান।

দিনাজপুর জেলার বিভিন্ন স্থান হতে আগত কয়েকশত মুসল্লী এই জামায়াতে অংশ গ্রহণ করে। একই জামায়াতে মহিলারাও পর্দার মাধ্যমে পৃথকভাবে নামাজে অংশ নেয়।

নামাজ শেষে মুসল্লীরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

অন্যদিকে দিনাজপুরের চিরিরবন্দর ও কাহারোল উপজেলার কয়েকটি স্থানেও আজ ঈদ উদযাপনের খবর পাওয়া গেছে।



মন্তব্য চালু নেই